সেনবাগ উপজেলার বিভিন্ন সমবায় সমিতি ব্যক্তি, সমাজ ও দেশের আর্থ-সামাজিক যে যে ক্ষেত্রে কাজ করছে তা হলো-(১) কর্ম-সংস্থান বৃদ্ধি (প্রত্যক্ষ, পরোক্ষ ও আনুষঙ্গিক, আত্ম-কর্মসংস্থান), (২) বেকারত্ম দূরীকরণ, (৩) উদ্যোক্তা সৃষ্টি; (৪) পূজি গঠন; (৫) সরকারের রাজস্ব আয় বৃদ্ধি; (৬) কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা; (৭) পন্য বাজারজাতকরনে সহায়তা; (৮) শিক্ষা ক্ষেত্রে কার্যক্রম গ্রহন ও নিরক্ষরতা দূরীকরণ, (৯) স্যানিটেশন, (১০) যৌতুক বিরোধী আন্দোলন, (১১) বৃক্ষরোপন ও বনায়ন, (১২) বিভিন্ন দূর্যোগে সহায়তা প্রদান, (১৩) স্বাস্থ্য সেবা প্রদান, (১৪) দূঃস্থ অসহায় ও বয়োবৃদ্ধদের মানবিক সাহায্য সহযোগিতা, (১৫) গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রদান, (১৬) সামাজিক বিরোধ মীমাংসা, (১৭) দূর্ণীতি প্রতিরোধ, (১৮) সমবায় ভিত্তিক শিল্প উদ্যোগ গ্রহন; (১৯) মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থা করা ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস