Wellcome to National Portal

উপজেলা সমবায় কার্যালয়, সেনবাগ, নোয়াখালী এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

নোয়াখালী জেলার ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট কর্তৃক সমবায় সমিতির ২৫ জন সদস্যের সমন্বয়ে সকল উপজেলায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে সমবায়ীদের সমবায় আইন ও বিধিমালা সম্পর্কে মূলধন গঠন ও বিনিয়োগের মাধ্যমে আত্ম কর্মসংস্থান সৃষ্টি, সমবায় সমিতির রেকর্ড সংরক্ষণ ও হিসাব বিবরণী প্রস্তুতকরণ, সমবায় সমিতির অডিট সম্পাদনে সমিতির কর্তৃপক্ষের দায়িত্ব এবং সমিতির নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়। তাছাড়া বিভিন্ন দপ্তরের ০৩ জন অতিথি বক্তার মাধ্যমে সমিতির সদস্যদের মৎস্যচাষে বিনিয়োগের মাধ্যমে সমিতির আয় বৃদ্ধিকরণ হাঁস মুরগী গবাদী পশু পালনের মাধ্যমে সিমিতির সদস্যদের আত্ম কর্মসংস্থান সৃষ্টি ও বাড়ির আঙিনায় শাকসবজি চাষ ও আধুনিক কৃষি উপকরণ ব্যবহারে সচেতনতা সৃষ্টি। সামাজিক কর্মকান্ড সম্পর্কে আলোচনা যেমন : যৌতুক বিরোধী, নারী শিক্ষা উন্নয়ন, বাল্য বিবাহ ও সন্ত্রাস ও জঙ্গীবাদ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, আইজিএ ও অন্যান্য প্রশিক্ষণ যেমন : বেসিক কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মোবাইল সার্ভিসিং, সেলাই, সমিতি ব্যবস্থাপনা, সমিতির হিসাব সংরক্ষণ ও সমবায় সমিতি উদ্যোক্তা সৃষ্টি এ সকল প্রশিক্ষণ গুলো বাংলাদেশ সমবায় একাডেমী, কোটবাড়ী, কুমিল্লা ও আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, ফেনীতে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। উক্ত প্রশিক্ষণের ব্যয়ভার সমবায় অধিদপতর কর্তৃক নির্বাহ করা হয়।